দেশজুড়ে

পুলিশের মাইক্রোবাস থামিয়ে ছিনতাই, গ্রেফতার হয়নি কেউ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে পুলিশের ভাড়া করা মাইক্রোবাস থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও আসামিদের শনাক্ত করা হয়নি।

বুধবার (১২ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলাটি করেন বগুড়ার সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

এরআগে বুধবার ভোরের দিকে সদানন্দপুর কড্ডা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মামলার বাদী এসআই আব্দুল খালেক জানান, মঙ্গলবার (১১ অক্টোবর) তারা ঢাকা থেকে অপহরণের শিকার এক শিক্ষার্থীকে উদ্ধার করে সোনাতলার উদ্দেশে রওনা হন। রাত ২টা ৪০ মিনিটের দিকে যমুনা সেতু পার হয়ে সদানন্দপুর কড্ডা এলাকায় পৌঁছালে সড়কের পেছন থেকে মাইক্রোবাস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে মাইক্রোবাসে থাকা ওই শিক্ষার্থীর চাচার মাথায় পাথর লাগে। এতে তিনি চিৎকার দিলে চালক গাড়ি থামান। পরে কয়েকজন ছিনতাইকারী তাদের ঘিরে ফেলেন।

এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা সাদা পোশাকে ছিলেন। তারা পরিচয় দিলেও তা বিশ্বাস না করে অস্ত্রের মুখে একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন ছিনতাইকারীরা।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ঘটনাস্থলের আশপাশ এলাকায় অভিযান চলছে। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও ছিনতাইকারীরা শনাক্ত হয়নি।

এসআর/জিকেএস