সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী খালেদ মোশারফের (শাওন) হাতি মার্কার পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম, উপজেলা পরিষদ ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটেছে।
এরআগে শহরের মুক্তিযোদ্ধা গলির পাশে লাগানো পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছিল বলে জানিয়েছেন ওই প্রার্থী। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমানের কাছে অভিযোগ করেছেন তিনি।
খালেদ মোশারফ সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী। তার নির্বাচনী প্রতীক হাতি।
এ নির্বাচনে অন্যান্য প্রার্থীরা হলেন ফজলুর রহমান খান (তালা), আরাফাত রহমান খান (অটোরিকশা), একরামুল হক (টিউবওয়েল), গোলাম আজম তালুকদার (বৈদ্যুতিক পাখা), মিজানুর রহমান (উটপাখি) ও হামিদুল ইসলাম (ঘুড়ি)।
প্রার্থী খালেদ মোশারফ জাগো নিউজকে বলেন, কে বা কারা এ কাজটি করছে আমি জানি না। বিষয়টি আমি নির্বাচন অফিসে জানিয়েছি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান জাগো নিউজকে বলেন, প্রার্থীর মুখে অভিযোগটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/এএসএম