দেশজুড়ে

শীতলক্ষ্যায় নৌকাডুবি: নিহত ২, নিখোঁজ ১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন- শাওন (১৫) ও জিম (১৪)। এছাড়া রিফাত নামে একজন নিখোঁজ রয়েছেন। তাদের বয়স (১৭-১৮)-এর মধ্যে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে শীতলক্ষ্যা নদীর হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নৌকাডুবির ঘটনায় শাওন, জিম নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া রিফাত নামে একজনের নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এমএএইচ/