প্রেম-বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘কনফিউশন- ২’। নাটকটি এটিএন বাংলায় আগামীকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় প্রচার হবে লাক্স এ সপ্তাহের নাটক হিসেবে। নাটকের মূল গল্প অপূর্ব ও আলভীকে ঘিরেই আবর্তিত হয়েছে। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নজরুল ইসলামের রচনা এবং দীন মোহাম্মদ মন্টুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আলভী, সোহান খান, ফারজানা রিক্তা, হাসান ইয়াসিন প্রমুখ।এলএ