নোয়াখালীতে ইউপি সদস্যের মেয়ের বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই কিশোরী স্থানীয় ফিরোজ শাহা মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন আহমেদ জানান, ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মজিব উল্যাহ তার ১৬ বছর বয়সী মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জেনে সেখানে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, কনের বয়স ১৮ না হওয়া পর্যন্ত এ বিয়ের সব আনুষ্ঠানিকতা বন্ধে বর-কনে পক্ষের মুচলেকা নেওয়া হয়। এছাড়া বিষয়টি তদারকি করেতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম