দিনাজপুরের হিলিতে নকল সোনার বার দিয়ে প্রতারণার সময় সাদা মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে থানায় দিয়েছে এলাকাবাসী।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে পৌর শহরের সিপি রোডে এক নারীর সঙ্গে প্রতারণার করার সময় তাকে আটক করা হয়। আটক সাদা মিয়া গাইবান্ধা শহরের মাঠ বাজার খোলাহাটি এলাকার আজহার আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পৌর শহরের সিপি রোড দিয়ে এক নারী বাড়ি ফিরছিলেন। এসময় প্রতারক সাদা মিয়া ও তার দুই সহযোগী ওই নারীকে জানান, তাদের কাছে একটি সোনার বার আছে, তিনি নেবেন কি না? পরে ওই নারী দরদাম করে বায়না হিসেবে তার গলার চেন দেন। এসময় সেখানে পরিচিত এক যুবক আসলে তাকে সোনার বারটি আসল নাকি নকল দেখতে বলেন। ওই যুবক সেটি পরীক্ষা করে নকল বুঝতে পারলে সুযোগ বুঝে সঙ্গে থাকা দুই প্রতারক সেখান থেকে পালিয়ে যান। তবে এসময় সাদা মিয়াকে স্থানীয়রা আটক করে হাকিমপুর থানায় খবর দেয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দিয়ে দিনাজপুর কারাগারে পাঠানো হবে। এছাড়া পালিয়ে যাওয়াদের ধরতে অভিযান চলছে।
মো. মাহাবুর রহমান/এমআরআর/জেআইএম