সংগীতশিল্পী আরেফিন রুমির সুর-সুর-সংগীতে চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা থেকে আসা শিল্পী সেনিজ একক অ্যালবাম নিয়ে আসছেন। ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি এ অ্যালবামের সব গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। অ্যালবামে রুমির সঙ্গে তিনটি দ্বৈত গান থাকবে সেনিজের। সেখান থেকে ‘প্রাণ বন্ধুয়া’ নামের একটি গানের মিউজিক ভিডিও গেল মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ইউটিউবে। এরইমধ্যে গানটি বেশ ভালো সাড়া পেয়েছে।প্রসঙ্গত, হাত ধরে পড়শী, কাজী শুভ, শফিক তুহিন, শহিদ, পূজা, নাওমিসহ চলতি প্রজন্মের অনেক শিল্পীই গান করে সফলতা পেয়েছেন। দেখুন নতুন গানটির ভিডিও : এলএ/এমএস