জাতীয়

সূত্রাপুরে ২শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর সূত্রাপুর থানার ৩৬/১ জনসন রোডের ক্যাফে ইউসুফ রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে হিরু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব বিভাগের একটি দল। বুধবার মধ্যরাতে হিরু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মো. মাহবুব আলম। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী মূল্যে মাদক দ্রব্য বিক্রয় করে আসছিলেন হিরু মিয়া। তার বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলাও রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খোন্দকার নূরুন্নবীর তত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম এ অভিযানটি পরিচালনা করেন।জেইউ/এনএফ/পিআর