প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুটনৈতিক দূরদর্শিতার কারণে নিউইয়র্কের জাতিসংঘের সদর দফতরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস উপলক্ষে অস্থায়ী ভাস্কর্য স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতারা। গত ৭ জানুয়ারি রোববার স্থাপিত অস্থায়ী ভাস্কর্য পরির্দশনে গিয়ে এ কথা বলেন। এসময় নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহিন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী আমেনা পারভিন, নারী নেত্রী অধ্যাপক হোসনে আরা উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি মহিউদ্দিন, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক ভিপি পলাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বীকৃতি ভড়ুয়া , কার্যনির্বাহী সদস্য আবুল বাশার মিলন ও নুরুল ইসলাম নজরুল,সাদিকুর রহমান প্রমুখ ।শাহীন আজমল শাহীন বলেন, শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের ভাষা শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত হয়েছে। এখন জাতিসংঘের সামনে অস্থায়ী ভাস্কর্য স্থাপিত হল। আগামীতে স্থায়ী ভাস্কর্য স্থাপিত হবে ।এসকেডি