নোয়াখালীর সেনবাগ উপজেলায় অজয় পাল (১৬) নামের এক স্কুলছাত্র তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে।
অজয় সেনবাগ উপজেলার শ্রীপদ্দী গ্রামের পালবাড়ির উৎপল চন্দ্র পালের ছেলে। দক্ষিণ শ্রীপদ্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ছাত্রের বাবা।
বাবা উৎপল চন্দ্র পাল জানান, গত কয়েকদিন আগে তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়। সেটিকে কেন্দ্র করে অজয় কয়েকদিন স্কুলে যায়নি। এ নিয়ে তার মা শিপ্রা রানী পাল তাকে বকাঝকা করে। মঙ্গলবার সকাল ১০টায় বইপত্র নিয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তার সন্ধান না পেয়ে বুধবার সেনবাগ থানায় নিখোঁজ ডায়েরি করি।
অজয়ের চাচাতো ভাই সুদীপ্ত জানান, স্কুলের উদ্দেশ্যে বের হলেও সেখানে খোঁজ নিয়ে জানা গেছে সেদিন সে স্কুলে যায়নি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, অজয়ের বাবা থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তে থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআই বিকাস সাহা বলেন, অভিমান করে হয়তো লুকিয়ে থাকতে পারে। তাকে খুঁজে বের করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
এসজে/জিকেএস