নোয়াখালীর বেগমগঞ্জে বেশি দামে চিনি বিক্রির অভিযোগে এক মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে চৌমুহনীর মহেশগঞ্জ বাজারের জগন্নাথ মিল মালিককে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।
তিনি জাগো নিউজকে বলেন, অসাধু ব্যবসায়ীরা বাজারে চিনি কৃত্রিম সঙ্কট তৈরি করছে। চৌমুহনীতে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা মিলে।
মো. কাওছার মিয়া আরও বলেন, সরকার চিনির পাইকারি মূল্য ৮৭ টাকা নির্ধারণ করে দিলেও অভিযুক্ত জগন্নাথ মিল কর্তৃপক্ষ চিনির কেজি ৯৮ টাকা বিক্রি করছিল। সরকারি নির্দেশ অমান্য করায় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে খুচরা বাজারে ৯০ টাকার চিনি ১১০ টাকায় বিক্রির অভিযোগে বাজারে গেলে মুহূর্তেই সব দোকান বন্ধ করে দোকানিরা পালিয়ে যায়। এসময় বাজারের সবাইকে সরকারি নির্দেশনা পালনে সতর্ক করেন এ কর্মকর্তা।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী, ভোক্তা অধিকারের কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম