কুড়িগ্রামে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে জেলা শহরের চিনির বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
অভিযান সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় শহরের রিভারভিউ মোড়ের দবির স্টোরের মালিক রেজাউল করিমকে পাঁচ হাজার টাকা, একই অপরাধে জিয়া বাজারের হযরত আলীকে ১০ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় কালিবাড়ির এন কে ট্রেডার্সের মালিক নারায়ণ চন্দ্র কুন্ডুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম ও সদর থানাপুলিশ সহযোগিতা করেন।
এসআর/জেআইএম