বাগেরহাটে বাস চলাচল শুরু হয়েছে। বন্ধের ৩৬ ঘণ্টা পর শনিবার (২২ অক্টোবর) বিকেল ৫টা থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও স্থানীয় সব রুটে বাস ছেড়ে গেছে।
মহাসড়কে অবৈধ যান চলচল বন্ধের দাবিতে বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও বাগেরহাট মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে শুক্রবার (২১ অক্টোবর) ভোর ৬টা থেকে সবধরনের বাস চলাচল বন্ধ রাখে। বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েন সাধারন মানুষ। বিএনপির দাবি, খুলনার সমাবেশ পণ্ড করতেই এ ধর্মঘট ডাকা হয়।
বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু জানান, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলের প্রতিবাদে মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে সব রুটে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এসআর/জেআইএম