নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া গ্রামে পুকুর খননের সময় একটি মর্টারশেল পাওয়া গেছে।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে ওই গ্রামের জনৈক নাজিম উদ্দিনের পুকুর খননের সময় মর্টারশেলটি পাওয়া যায়।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, দুর্গাপুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিন শনিবার দুপুরের দিকে এসকেভেটরের সাহায্যে নিজ পুকুরের মাটি খনন করছিলেন। এসময় মাটির নিচ থেকে একটি মর্টারশেল উঠে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেটি জব্দ করে। মর্টারশেলটির গায়ে ১৯৫৩ সাল লেখা আছে। এ কারণে এটি অনেক পুরনো বলে ধারণা করা হচ্ছে।
এসআই হান্নান বলেন, জব্দ করা মর্টারশেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশ সদরদপ্তরের বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।
এইচ এম কামাল/এমকেআর