দেশজুড়ে

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

বাগেরহাটের মোংলায় বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্ক ও ধর্ষণের অভিযোগে রুমি সরদার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিনগত রাতে ভুক্তভোগী নারীর মামলা দায়েরের পর উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী গ্রাম থেকে রুমিকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগের বরাতে পুলিশ জানায়, ওই গ্রামের রুমি সরদার একই এলাকার মিলন শেখের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ায়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূকে ভাগিয়ে নেয়। বিয়ের কথা বলে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের টেপামারী এলাকার বাসিন্দা কিশোর মন্ডলের বাড়িতে ভাড়া ওঠে এবং সেখানে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে আসছিলেন রুমি।

একপর্যায়ে ভুক্তভোগী নারী বিয়ের জন্য রুমিকে চাপ দিলে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে চলতে শুরু করেন রুমি। সবশেষ গত ৩ অক্টোবর ওই ভাড়া বাড়িতে তাকে আবারও ধর্ষণ করে বিয়ের জন্য কাজী আনার কথা বলে সটকে পড়েন। এরপর থেকে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ।

কোনো উপায়ান্তর না পেয়ে ওই নারী শনিবার দিনগত রাতে থানায় রুমির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর রাতেই রুমির তেলিখালীর বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রুমি বর্তমানে থানাহাজতে। রুমি চিলা ইউনিয়নের পশ্চিম চিলার তেলিখালী গ্রামের মৃত তোরাপ সরদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রুমির বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের আরও অভিযোগ রয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ওই গৃহবধূকে ধর্ষণের মামলায় রুমি সরদারকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আবু হোসাইন সুমন/এমকেআর