নেত্রকোনার মদনে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। রোববার (২৩ অক্টোবর) দুপুরে ওই উপজেলার নায়েকপুর ইউনিয়নের নারগিলা বিলের পাড়ে বাউশা ও পাছ আলমশ্রী গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে গুরুতর আহত রুবেল মিয়া (২১), স্বপন মিয়া (৫০), ওয়াছকুরুনি (৪৪) ও রুকন মিয়ার (৪৫) অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নারগিলা বিলের পাশের জমিতে জাল দিয়ে মাছ ধরতে যায় পাছ আলমশ্রী গ্রামের বিল্লাল মিয়া। বিলের ইজারাদার বাউশা গ্রামের মল্লিক ও নুরগনি তাকে মাছ ধরতে বাঁধা দেন। এক পর্যায়ে বিল্লাল মিয়াকে তারা মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুম পারভেজ জানান, আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪০ জনকে মদন হাসপাতালে ভর্তি ও ১০-১২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এইচ এম কামাল/আরএইচ/জিকেএস