দেশজুড়ে

সেন্টমার্টিনে ভেসে এলো বিদেশি জাহাজ

সেন্টমার্টিনে ভেসে এলো বিদেশি জাহাজ

কক্সবাজারের সেন্টমার্টিনে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে দ্বীপের ছেঁড়া দ্বীপ এলাকায় জাহাজটি দেখতে পান স্থানীয়রা।

Advertisement

নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কনটেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজ ভেসে আসার খবর পেয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এরফানুল হক চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে একটি বিদেশি জাহাজ সেন্টমার্টিনে ভেসে এসেছে বলে খবর পেয়েছি। তবে এটি কোন দেশ থেকে এসেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম