কুড়িগ্রামের কাঠালবাড়ীতে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এক নজর দেখতে রাস্তায় ভিড় জমালেন নারী-শিশুসহ হাজারও মানুষ।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে গ্লামার গার্ডেনের অ্যাম্বাসেডর হিসেবে একটি শোরুমে উদ্বোধন করতে আসেন নায়িকা অপু বিশ্বাস। তিনি শোরুমের সামনে এলে উৎসুক জনতা ভিড় জমান। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশসহ নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের। পরে ফিতা ও কেক কেটে শোরুমটির উদ্বোধন করেন অপু বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন গ্লামার ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জয়, গ্লামার ইলেকট্রনিকসের পরিচালক জহিরুল ইসলাম, শোরুমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলামসহ অন্যরা।
এসআর/এমএস