বিনোদন

দ্বৈত গানে শহীদ-ন্যানসি

নিজের লেখা ও সুর করা কোনো গানে প্রথমবার কন্ঠ দিয়েছেন এস আই শহীদ। ‘জীবন’ শিরোনামের রোমান্টিক ধাঁচের গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন সময়েল জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি। গানটির সংগীতায়োজন করেছেন রাফি। আর গানটি স্থান পাচ্ছে এস.আই. শহীদের আয়োজনে ‘ইচ্ছে হয় ভালবাসি’ নামক মিক্সড অ্যালবামে। এই গান প্রসঙ্গে এস.আই. শহীদ বলেন, ‘আমার গুরু ভাই শফিক তুহিন এবং সংগীত পরিচালক রাফি গান গাওয়ার জন্য আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেন। আর গানটিতে গাইড ভয়েজ দেয়ার পর মনে হয়েছে গানটি আমার কন্ঠে বেশ মানাবে। সেই ভাবনা থেকেই ন্যানসি আপার সঙ্গে গেয়েছি। আশা করছি ভালো লাগবে সবার।’গানটি নিয়ে ন্যানসি বলেন, ‘শহীদের লেখা এবং সুর করা পাঁচটি গানে এর আগেও কন্ঠ দিয়েছি আমি। কিনউত ও গাইতে পারে জানা ছিলো না। খুব ভালো করেছে শহীদ। ওর গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে অবলীলায়। আমার বিশ্বাস শহীদ এবং আমার গাওয়া ‘জীবন’ শিরোনামের গানটি শ্রোতাদের হৃদয় স্পর্শ করবেই।’ প্রসঙ্গত, ‘ইচ্ছে হয় ভালবাসি’ মিক্সড অ্যালবামটিতে গান থাকছে মোট ১০টি। তারমধ্যে ৬টি ডুয়েট ও ৪টি একক। ৭টি গানের কথা ও সুর করেছেন এস.আই. শহীদ, ২টি গানের কথা ও সুর করেছেন- রাব্বি আরবি, ১টি গান লিখেছেন- রবিউল ইসলাম জীবন। অ্যালবামটিতে গান গেয়েছেন ফেরদৌস ওয়াহিদ, শফিক তুহিন, রাজিব, রাশেদ, শশী, স্বরলিপি, বেলাল, মম প্রমূখ। ‘ইচ্ছে হয় ভালবাসি’ অ্যালবামটি সিডি জোনের ব্যানারে বিশ্ব ভালবাসা দিবসে মুক্তি পাচ্ছে। এলএ/এবিএস