দেশজুড়ে

যমুনা থেকে অবৈধ নেট জাল জব্দ

সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীর চর ঘেরা ১৫ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের জোতপাড়া ঘাট ও জনতা স্কুলের পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীতে আরাআড়ি করে বাঁশ পুতে জাল আটকিয়ে বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণী নিধন করায় ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের ইনচার্জ ফারুক হোসেন। অভিযান শেষে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ১৫ হাজার মিটার অবৈধ নেট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেএস/এমএস