দেশজুড়ে

রৌমারী উপজেলা চেয়ারম্যান হলেন ইমান আলী

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ইমান আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা এমদাদুল হক ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, ঘোড়া প্রতীক নিয়ে ইমান আলী পেয়েছেন ২২ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী মজিবর রহমান বঙ্গবাসী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৫৯২ ভোট।

নির্বাচন অফিস সূত্রে জানায়, উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতার করেন। এ নির্বাচনে এক লাখ ৫৭ হাজার ১৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ১৭৩ ও নারী ভোটার ৭৭ হাজার ৯৭৭ জন। ৬৯ কেন্দ্রের ৪৭৮ বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে চলতি বছরের ৪ জুলাই রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহর মৃত্যুতে পদটি শূন্য হয়। এরপর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরএইচ/জিকেএস