দেশজুড়ে

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেলো প্রতিবেশীর

নোয়াখালীর হাতিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আবুল হাসেম মাঝি (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দ্বীপ উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম মাঝি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের আলী আজ্জমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোতালেব বেপারীর বাড়ির মো. হোসেনের (৩০) সঙ্গে একই বাড়ির মো. ফয়েজ উদ্দিনের (৩৩) সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যা ৬টার দিকে হোসেন ও তার ভাই সাগর (২৬) বহিরাগতদের নিয়ে স্থানীয় রহমত বাজারে ফয়েজের ওপর হামলা চালান।

এসময় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশী আবুল হাসেম মাঝি মাথায় আঘাত পান। তাকে গুরুতর আহত অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ বিষয়ে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/ইএ