দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিউশন ঢাকা মহানগর শাখ। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ বিভিন্ন দফতর, অধিদফতর, সংস্থায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদ উপ সহকারী কৃষি কর্মকর্তা সমমান পদধারী একই কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা সত্ত্বেও ডিপ্লোমা প্রকৌশলীদের মত ১০ম গ্রেড বেতন স্কেল থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার।বক্তারা আরো বলেন, ২০১৩ সালের ২৩ অক্টোবর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষি মন্ত্রণালয়ের অধিনস্থ বিভিন্ন দফতর, অধিদফতর, সংস্থায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদ উপ সহকারী কৃষি কর্মকর্তা সমমান পদধারীদের ১০ম গ্রেড বেতন স্কেল ও ২য় শ্রেণির পদমর্যাদা ঘোষণা করেন। কিন্তু আজও প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন হয়নি। মানববন্ধনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের ঢাকা মহানগর শাখার সভাপতি কাজী আলী আহমেদ, সাধারণ সম্পাদক মো.ফিরোজ খাননুনসহ অন্যান্য সদস্যরা উপস্তিত ছিলেন।এএস/এসকেডি/আরআইপি