জাতীয়

ঢাকায় আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

ঢাকায় আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী সেরি রিচার্ড রায়ট। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা আসবেন তিনি। তার এ ঢাকা সফরে ১৫ লাখ বাংলাদেশি শ্রমিকের বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি। পুত্রজায়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক গ্রহণকে সরকারের সঠিক সিদ্ধান্ত। আগামী ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে ঢাকায় যাবেন মানবসম্পদমন্ত্রী সেরি রিচার্ড রায়ট। বাংলাদেশ থেকে শ্রমিক এনে সরকার শিল্প এবং ব্যবসায়িক সংগঠনগুলোর চাহিদা পূরণ করবে। এটা চাহিদা এবং যোগানের অংশ।জাহিদ হামিদি বলেন, একসঙ্গে ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক আসবে না। আগামী তিন থেকে ৫ বছরে এসব শ্যমিক আসবে। মানবসম্পদমন্ত্রী সেরি রিচার্ড রায়ট আগামী ১৮ ফেব্রুয়ারি ঢাকায় চূড়ান্ত চুক্তি করতে যাবেন। তবে এটা মন্ত্রিসভার বৈঠকের পরই গৃহীত হবে।শ্রমিকদের বাৎসরিক কর সম্পর্কে তিনি বলেন, স্বরাষ্ট্র সচিব সেরি আলউই ইব্রাহিম ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে ২০ ফেব্রুয়ারির পূর্বেই বৈঠক করে নতুন বাংলাদেশি শ্রমিকদের বাৎসরিক কর নির্ধারণ করবেন।উল্লেখ্য, সম্প্রতি ১৫ লাখ নারী শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। তিন বছরে ধাপে ধাপে এসব শ্রমিক নেবে মালোয়েশিয়া।আরএস/এবিএস