পঞ্চগড় উপজেলা সদরের গোয়ালপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে ইজিবাইকের ধাক্কায় বেলাল হোসেন (৬৮) নামের স্থানীয় এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
রোববার দিনগত রাত ৮টার দিকে পঞ্চগড়-আটোয়ারী জেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন গড়িনাবাড়ি ইউনিয়নের গাঞ্জাবাড়ি এলাকায় তজুল মোহাম্মদের ছেলে। তিনি ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে জেলা শহর থেকে ইজিবাইকে বাসায় ফিরছিলেন বেলাল হোসেন। গোয়ালপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরকে ধাক্কা দেয় ওই ইজিবাইকটি। এতে মাথায় আঘাত পেয়ে সড়কে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন জাগো নিউজকে বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ট্রাক্টরটি জব্দ করা হয়নি। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
সফিকুল আলম/এমকেআর