মেহেরপুরে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডারগার্ড (বিজিবি)। এসময় জব্দ করা হয় পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড।
রোববার (৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে গাংনীর আলমবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন- উপজেলার গাংনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড উত্তরপাড়ার মোজাম্মেল হকের ছেলে বিদ্যুৎ (৩২) ও করমদি গ্রামের খোরশেদ আলমের ছেলে বাদল আলী (২০)।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আরিফুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কাজীপুর বিওপি এলাকায় সীমান্তে আলম বাজার নামক স্থানে বিজিবির একটি টিম অবস্থান নেন। রোববার রাত সোয়া ৮টার দিকে বিদ্যুৎ হোসেন ও বাদল আলীর মোটরসাইকেল থামিয়ে তাদের তল্লাশি করে পাওয়া যায় ১৩০ গ্রাম গাঁজা। পরে তাদের গ্রেফতার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মোটরসাইকেল, মোবাইল এবং অন্যান্য মালামাল গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
আসিফ ইকবাল/জেএস/জেআইএম