সম্প্রতি মশারি এবং মশানিরোধক পণ্যের ছাড়কে ঘিরে দেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। ৪৮ সেকেন্ডের এই বিজ্ঞাপনটি এরই মধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে বেশ।
‘ম’-তে মশারি শীর্ষক এই বিজ্ঞাপনটি ফেসবুকে এখন পর্যন্ত এক কোটির বেশি ভিউ হয়েছে। এছাড়া ৩৬ হাজার দর্শক এটি শেয়ার ও কমেন্ট করেছেন।
স্বপ্ন’র ইন হাউজ ক্রিয়েটিভ কমিউনিকেশন থেকে এটি নির্মাণ করেছেন ফাহিন আরেফিন ইভান ও ইমন খান।
তারা বলেন, স্বপ্ন বরাবরই সমসাময়িক প্রসঙ্গ ঘিরে নানা কনটেন্ট দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করে আসছে।
জেডএইচ/এমএস