নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীর যমুনা ডিপো ঘাটের পেছন থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে ফতুল্লা সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদীতে ২৪ থেকে ২৫ বছরের এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরনে কালো রঙের ট্রাউজার ও গেঞ্জি ছিল। মাথা, কপাল ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহজাহান আলী বলেন, বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় ২৪ থেকে ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা, কপাল ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে এবং ক্ষত স্থানগুলোতে সেলাই রয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এএসএম