ঘাটে প্রস্তুত ডাবল ডেকার লঞ্চ। দলে দলে নেতাকর্মীরা জেলার বিভিন্ন এলাকা থেকে জড়ো হচ্ছেন। লঞ্চে চলছে রান্নার প্রস্তুতি। রাতে নেতাকর্মীদের জন্য থাকছে খিচুরির সঙ্গে মুরগি আর সকালে গরুর মাংস। তাইতো আস্ত গরু আনা হয়েছে লঞ্চে, রাতেই জবাই হবে। লঞ্চের পাশে টাঙ্গানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রেসিডেন্ট-সম্পাদকের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। সব মিলিয়ে সাজ সাজ রব।’
রাজধানীতে যুবলীগের ১১ নভেম্বরের মহাসমাবেশে যোগ দিতে পটুয়াখালী থেকে রওনা দিয়েছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট থেকে এমভি কাজল-৭ ছেড়ে যাবে।
পটুয়াখালী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মো. সোহেল বলেন, যুবলীগের মহা সমাবেশকে সফল করতে পটুয়াখালী থেকে আমার প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছি। তাদের থাকা-খাওয়াসহ কোনো বিষয়ে যাতে সমস্যায় পড়তে না হয় সে কারণে বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে।
এদিকে নেতাকর্মীদের জন্য জেলা যুবলীগের সভাপতি, সম্পাদকের ছবি সম্বলিত ক্যাপ-টি শার্ট করা হয়েছে। মহা-সমাবেশ স্থলে নিজেদের অবস্থান জানান দিতে বানানো হয়েছে রং বেরঙের ফেস্টুন-ব্যনার।
যুবলীগের নেতাকর্মীদের ঢাকা যাত্রাকে কেন্দ্র করে পটুয়াখালী লঞ্চঘাটে ও আশপাশের এলাকায় ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। সব মিলিয়ে যুবলীগ নেতাকার্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম