দেশজুড়ে

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ইউপি সদস্যের ছেলের

নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১২ নভেম্বর) রাতে শীতলক্ষ্যা সেতুর পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সিমন (২২)। তিনি গোগনগর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নিলুফা বেগমের ছেলে। তার বাবার নাম আবু সালেহ। তারা পুরাতন সৈয়দপুর এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় আহত নাঈম সৈয়দপুর এলাকার স্বাধীনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোগনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য সৈকত হোসেন জাগো নিউজকে বলেন, দুই বন্ধু মোটরসাইকেলে করে তৃতীয় শীতলক্ষ্যা সেতু পার হচ্ছিলেন। এ সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে স্পিড ব্রেকারের সঙ্গে বাড়ি খেয়ে এই দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই মো. খোকন বলেন, শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের ছেলে মারা গেছেন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/কেএসআর