আইন পরিপালনে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িংয়ের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস, ২০০৬ এর ৩ (ই) ধারা পরিপালনে ব্যর্থ হওয়ায় কোম্পানিটির রাইট ইস্যুর প্রস্তাব নাকচ করে দিয়েছে কমিশন।এর আগে ২০১৫ সালের ২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় একটি সাধারণ শেয়ারের বিপরীতে এক দশমিক পাঁচ শতাংশ রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব গৃহীত হয়। প্রতিটি রাইট শেয়ারের বরাদ্দ মূল্য ধরা হয় ১০ টাকা। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে সাধারণ শেয়ারহোল্ডাররা সম্মতিও দেন। কিন্তু যথাযথভাবে আইনের পরিপালন না হওয়ায় রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।এসআই/এমজেড/এমএস