সিরাজগঞ্জে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) রাতে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা জেলা বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেছে আওয়ামী লীগ। এতে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীদের নাম আছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন বিকেলে সংঘর্ষের স্থল থেকে পাঁচটি ককটেলও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাগো নিউজকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা ও ককটেল নিক্ষেপ করে। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের সাবেক এমপির গাড়ী ভাংচুর ও তাকে আহত করেছে। এখন তারা পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান জাগো নিউজকে বলেন, বিএনপি নাশকতার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র ও ককটেল নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। বিএনপি আবার দেশে নাশকতা শুরু করেছে।
জেএস/এমএস