দেশজুড়ে

নারায়ণগঞ্জে ‘আর্জেন্টিনা বাড়ি’

ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবাসেন আফজাল মুন্সি। আর্জেন্টিনার খেলা দেখা কখনো তিনি বাদ দেন না। আগে দিয়াগো ম্যারাডোনার ভক্ত ছিলেন। এখন লিওনেল মেসির।

আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে এবার নিজের পুরো বাড়ি রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে। আগের বিশ্বকাপেও তিনি বাড়ি রং করেছিলেন। তবে এবার অনেক জাকজমকভাবে রাড়ি রাঙিয়েছেন তিনি। দূর থেকেই চোখে পড়ছে তার বাড়িটি।

আফজাল মুন্সির বাড়ি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায়। সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, একতলা বাড়ি, প্রধান গেট, প্রাচীরের চারদিক, এমনকী সিঁড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে যাচ্ছেন এই ভক্ত। বাড়ির প্রবেশ ফটকে ইংরেজিতে আর্জেন্টিনা লেখা। ছাদে ছোট ছোট আর্জেন্টিনা পতাকার পাশাপাশি বাংলাদেশের বড় একটি পতাকা টানিয়ে রেখেছেন।

আফজাল মুন্সি জাগো নিউজকে বলেন, ‘এতে আমার কোনো চাওয়া নেই। আর্জেন্টিনাকে ভালোবাসি তাই দেশটির পতাকার রঙে বাড়িটি রাঙিয়েছি। আমি নিজেই রঙ করেছি।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আফজাল মুন্সি পেশায় জমি বেচাকেনা করে থাকেন। পাশাপাশি বাড়ি রং করার চুক্তি নেন। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে দেশটির পতাকার রঙে নিজের বাড়ির রং করেন। আর্জেন্টিনার পাশাপাশি বাংলাদেশেরও বিশাল পতাকা টানিয়ে থাকেন।

আফজাল মুন্সি জাগো নিউজকে বলেন, আমি বিশ্বাস করি আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতবে। এটা আমার প্রত্যাশা মেসি যেন আর্জেন্টিনাকে একটি বিশ্বকাপ এনে দিতে পারে।

বাড়িটি রং করতে খরচ হয়েছে ২০-২৫ হাজার টাকা। এ বিষয়ে আর্জেন্টিনার এই ভক্ত বলেন, ‘আমার পরিশ্রমের টাকা দিয়ে বাড়িতে রং করেছি। কিন্তু এই টাকা খরচে আমার কোনো আফসোস থাকবে না যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে যায়।’

তার এই কর্মকাণ্ডে স্ত্রী আঞ্জুমান আরা মুন্নিও অখুশি নন। বরং তিনিও স্বামীর এই কাজে অনুপ্রেরণা দেন। তিনি নিজেও একজন আর্জেন্টিনার সমর্থক। তাদের দুই ছেলে আশরাদুল হোসেন মুন্না (১৮) ও আকসাদ হোসেন মেহেদীও (৮) আর্জেন্টিনার সমর্থক। এজন্য বাড়িটিকে ‘আর্জেন্টিনা বাড়ি’ হিসেবে আখ্যায়িত করেছেন স্থানীয়রা।

আফজাল মুন্সির স্ত্রী আঞ্জুমান আরা মুন্নি জাগো নিউজকে বলেন, ‘আমি আগে থেকেই আর্জেন্টিনার খেলা পছন্দ করতাম। বিয়ের পর দেখলাম আমার চেয়ে আমার স্বামী আর্জেন্টিনার আরও বেশি ভক্ত। এরপর আমরা দুজনে মিলেই আর্জেন্টিনাকে সমর্থন করে আসছি।

প্রতিবেশী লিটন জাগো নিউজকে বলেন, তিনি মন থেকেই আর্জেন্টিনাকে ভালোবাসেন। এজন্য বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রাঙিয়ে থাকেন। আমি তার কাজের প্রশংসা করি।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস