বিনোদন

বিবারের প্রথম গ্র্যামি জয়

প্রায় সব ধরনের সাফল্যের ছোঁয়া পেলেও সংগীতের অস্কারখ্যাত গ্র্যামি অ্যাওয়ার্ডটাই ছোঁয়া হয়নি মার্কিন পপ তারকা জাস্টিন বিবারের। তবে এবার আর হতাশ হতে হয়নি এই ক্ষুদে তারকার। ৫৮তম গ্র্যামিতে ঠিকই পুরস্কার উঠলো তার হাতে। জানা যায়, এর আগেও তিনবার নমিনেশন পেয়েছিলেন বিবার। তবে একবারো সেই পুরস্কার নিজের ঝুলিতে নেয়ার সৌভাগ্য হয়নি। অবশেষে এবারে দুই ডিজে স্ক্রিলেক্স অ্যান্ড ডিপলোর সঙ্গে তার গাওয়া ‘হোয়্যার আর ইউ নাউ’ পেয়েছে বেস্ট ড্যান্স রেকর্ডিং পুরস্কার। তবে নিজের এই পুরস্কার প্রাপ্তির দিনে কিনা সেখানে অনুপস্থিত বিবার! হয়তোবা গেল তিনবারের হতাশায় এবার আর সাহস করে গ্র্যামির মঞ্চে যাননি। কিন্তু ভাগ্যের কী খেল, এবারই ধরা দিল তার স্বপ্ন পূরণ। এই প্রাপ্তিতে নিজের টুইটার একাউন্টে একটি ভিডিও প্রকাশ করে দর্শক ও শ্রোতাদের ধন্যবাদ জানিয়েছেন বিবার। বিবারের পাশাপাশি প্রথমবার গ্র্যামি জিতেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। বেস্ট পপ সলো পারফর্ম্যান্স ও বেস্ট সং অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন তার গাওয়া ‘থিংকিং আউট লাউড’।আরএএইচ/এলএ