জাতীয়

সুন্দরবন ধ্বংসী বিদ্যুৎ প্রকল্পসহ সকল অপতৎপরতা বন্ধের দাবি

সুন্দরবন ধ্বংসী রামপাল-ওরিয়ন বিদ্যুৎ প্রকল্পসহ সকল অপতৎপরতা বন্ধ ও বিদ্যুৎ সংকটের সমাধানে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন বিনষ্ট হওয়া মানে লাখ লাখ মানুষের জীবিকা হারানো, উপকূলীয় অঞ্চলের কয়েক কোটি মানুষের মৃত্যু ও ধ্বংসের হুমকির মুখে পরে যাওয়া।তারা বলেন, বিদ্যুৎ সংকট সমাধানের কথা বলেই এসব প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে। আমরা বিদ্যুৎ সংকট সমাধানে যথাযথ পথ গ্রহণে সবসময়ই দাবি করে আসছি। জাতীয় কমিটির ৭ দফা তার সমাধানের পথও দেখিয়েছি।সমাবেশ থেকে জানানো হয়, সুন্দরবন বিন্যাশী ও জনধ্বংসী বিভিন্ন প্রকল্প, দুর্নীতি ও অস্বচ্ছতাযুক্ত জাতীয় স্বার্থবিরোধী নীতি ও চুক্তিসমূহ বাতিল করে জাতীয় ৭ দফা বাস্তবায়নের দাবি নিয়ে ১৫ ফেব্রুয়ারি (সোমবার) ঢাকা ও নারায়ণগঞ্জ এবং ২৭ ফেব্রুয়ারি (শনিবার) সারাদেশে প্রতিবাদ ও দাবি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ বিভিন্ন শ্রেণি পেশার সঙ্গে মতবিনিময় এবং আগামী ১০ থেকে ১৫ মার্চ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবনমুখী জনযাত্রা অনুষ্ঠিত হবে।সমাবেশে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. আনু মোহাম্মাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এএস/একে/পিআর