ধাঁধা :১. ‘কোন সে পিতা-মাতা ভেবেচিন্তে বলো পুত্রের মাংস রাধি ব্রাহ্মণেরে দিলো।’২. ‘কিনতে গেলে মাপতে লাগে যাই করো না গুণী, দাবার ছকে তাকে লাগে হটেন কোণাকুণি।’৩. ‘কোন নারী সন্তানের মতো পাললো যৌবনকালে তাকেই বিবাহ করলো।’৪. ‘কালো থাকে ছোটবেলায় যৌবনে হয় লাল, বুড়ো হলে সাদা হবে এই হয় তার হাল।’উত্তর :১. দাতা কর্ণ২. গাছ৩. পলান৪. কয়লাএসইউ/পিআর