দেশজুড়ে

কক্সবাজারে দুই ডাকাত দলের সংঘর্ষ : নিহত ১

কক্সবাজারের মহেশখালী-মাতারবাড়ী সংযোগ সড়কে দুই ডাকাত দলের সংঘর্ষে মুরাদ (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিদারুল ফেরদৌস জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে মহেশখালী-মাতারবাড়ী সংযোগ সড়কে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মুরাদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে দুইটি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। তবে নিহত ডাকাতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।সায়ীদ আলমগীর/এসএস/পিআর