জাতীয়

ফেসবুকে প্রতারণায় অর্থ আত্মসাৎ : ৩ নাইজেরিয়ান আটক

ফেসবুকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান টাকা আত্মসাতের অভিযোগে তিন নাইজেরিয়ান নাগরিকসহ মোট ৫ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-২। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে। এ চক্রটি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। র‌্যাব-২ কার্যালয়ে বুধবার বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।এআর/জেইউ/জেএইচ/এমএস