বছরের প্রথম দিন সরকার শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিয়েছিলেন। নতুন বই হাতে পেয়ে খুশি হয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু এবার যে বই তুলে দেয়া হয়েছে সেই বই হাতে পেয়ে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকেরা পড়েছেন হতাশায়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্র মতে, এ বছর নড়াইলের ৪৮৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ১২ হাজার বই বিতরণ করা হয়েছে। বিতরণ করা বইয়ের মধ্যে বিশেষ করে ৪র্থ ও ৫ম শ্রেণির বই অনুন্নত মানের কাগজে ছাপা, দূর্বল বাধাই, ছেঁড়া, একই পাতার একাধিকবার ব্যবহার, অনেক ফর্মা না থাকার সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানালেন, নতুন বইয়ে অনেক পাতা বা ফর্মা নেই, আবার বই পড়তে গেলে বই বাধাই খুলে যাচ্ছে ফলে লেখাপড়ার সমস্যা হচ্ছে।নতুন বই অনুন্নত মানের কাগজে ছাপা, দূর্বল বাধাই, ছেঁড়া বই, একই পাতার একাধিকবার ব্যবহার, অনেক পাতা বা ফর্মা না থাকাসহ নতুন বই হাতে পেয়ে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা এবং পড়াতেও অনেক সমস্যা হচ্ছে বলে জানালেন বিদ্যালয়ের শিক্ষকেরা। নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেসের আলী বলেন, কেন্দ্রীয়ভাবে নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ বিতরণ হয়েছে তবে পাঠ্যপুস্তক বিষয়ে অভিভাবকদের নিকট থেকে কিছু অভিযোগ এসেছে। উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে তাদের দেয়া প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং সেখান থেকেই সমস্যার নিষ্পত্তি হবে।হাফিজুল নিলু/এসএস/আরআইপি