বগুড়ার সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম নান্নু (৪৫) এবং সোনাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুর কালাম আজাদ পুটুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৫ নভেম্বর) দুপুরে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আউয়াল বিস্ফোরক ও মারধর মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৬ সালে পৌর নির্বাচনের ভোটের পর করা বিস্ফোরক আইনে মামলায় এক নম্বর আসামি মেয়র জাহাঙ্গীর আলম নান্নুসহ অন্য আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। সোমবার মেয়র ও সোনাতলা সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ পুটু আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
এসময় বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
এমআরআর/এএসএম