একুশে বইমেলা

বইমেলায় লাবণ্য লিপির ৬ বই

বাঙালির প্রাণের মেলা একুশের বইমেলায় লেখক ও সাংবাদিক লাবণ্য লিপির ছোটদের জন্য গল্পগ্রন্থ ও উপন্যাসসহ মোট ৬টি বই পাওয়া যাচ্ছে।এর মধ্যে রয়েছে- ছোটদের জন্য লেখা গল্পগ্রণ্থ ‘স্বপ্ন স্বপ্ন খেলা’ ও উপন্যাস ‘সে রাতেও পূর্ণিমা ছিল’, ও ‘মেঘের ওপারে আকাশ’। বই তিনটি প্রকাশ করেছে অয়ন প্রকাশন। এছাড়া রূপচর্চা বিষয়ক বই ‘সাজঘরের সাতকাহন’ প্রকাশ করেছে মুক্তধারা।এবারের বইমেলায় লেখক ও সাংবাদিক লাবণ্য লিপির নতুন গল্পগ্রন্থ হলো ‘বৃত্তের বাইরে’। বইটিতে মোট ১০টি গল্প সংকলিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন। এছাড়াও অবসর প্রকাশনী থেকে প্রকাশিত লাবণ্য লিপির পরিকল্পনা ও সম্পাদনায় রেসিপির বই ‘উৎসবের রান্না’ বইটি পাওয়া যাচ্ছে বইমেলায়।আরএস/এবিএস