ক্যাম্পাস

জাবির ইংরেজি বিভাগে ফল বিপর্যয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগে ফল বিপর্যয় হয়েছে। বিভাগের তিন ব্যাচে স্নাতক সম্মান পরীক্ষায় ৮৩ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। বিভাগের উইকেন্ড মাস্টার্স প্রোগ্রামের কারণে এ ফল বিপর্যয় হয়েছে বলে মনে করছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।সম্প্রতি প্রকাশিত ফলাফল অনুযায়ী ইংরেজি বিভাগের স্নাতক সম্মান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে রয়েছে তৃতীয় বর্ষে ২৬ জন, দ্বিতীয় বর্ষে ২৭ জন এবং প্রথম বর্ষে ৩০ জন। এসব শিক্ষার্থীদের ৪৩ জন শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন।এসব ব্যাচের স্নাতক সম্মান পরীক্ষার পর ফল দিতে ৮ থেকে ১০ মাস দেরি করেছেন বিভাগের শিক্ষকরা। অথচ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র  অনুযায়ী আড়াই থেকে তিন মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অন্যদিকে, বিভাগের সান্ধ্যকালীন ব্যাচের ফল শতভাগ পাসসহ সঠিক সময়েই প্রকাশ হয়েছে।বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বিভাগের ক্লাস না নিলেও উইকেন্ড মাস্টার্স কোর্সের ক্লাস সময়মতো নেন। দিনে অধিকাংশ সময় ক্লাস রুম খালি থাকে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।এদিকে, শিক্ষার্থীদের অমনোযোগিতার কারণে বিভাগের এ ফল বিপর্যয় হয়েছে বলে মনে করেন ইংরেজি বিভাগের শিক্ষকরা।এ বিষয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা বলেন, ছাত্ররা নিয়মিত ক্লাস ও পড়ালেখা করে না। তারা সিলেবাস অনুযায়ী বই না পড়ে ইন্ডিয়ান নোট পড়ায়   এমন হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্চের মুখপাত্র ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, উইকেন্ড মাস্টার্স কোর্সের কারণে ফলাফল বিপর্যয় হচ্ছে। শিক্ষকরা নিয়মিত ছাত্রদের প্রতি মনোযোগী হলে এ সমস্যা দূর করা সম্ভব বলেও মনে করেন তিনি।হাফিজুর রহমান/এসকেডি/এএইচ/পিআর