দেশজুড়ে

যশোরে ভাষা সৈনিক বিমল রায়কে সম্মাননা

যশোরের ভাষা সৈনিক বিমল রায় চৌধুরীকে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বেজপাড়ায় তাকে এ সম্মান জানানো হয়।এসময় কবি সাংবাদিক ফখরে আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক তারাপদ দাস, রাজনীতিক অশোক রায়, অসীম কুন্ডু, সন্তোষ দত্ত, শুভংকর গুপ্ত ও লুবনা আফরোজ।বক্তারা বলেন, ‘যশোর থেকে ১৯৪৭ সালে বিমল রায় চৌধুরীর মতো সাহসী সৈনিকরা ভাষা আন্দোলন শুরু করেন। ১৪৪ ধারা, কারফিউ ভঙ্গ করে তারা মায়ের ভাষার জন্য সংগ্রাম করে সফল হয়েছেন।’ভাষা সৈনিক বিমল রায় চৌধুরী বলেন, ‘আমরা পুলিশের গুলির ভয় অগ্রাহ্য করে মায়ের ভাষায় কথা বলার জন্য সংগ্রাম করেছি। ঐক্যবদ্ধতার কারণে আমাদের সংগ্রাম সফল হয়েছে।’মিলন রহমান/বিএ