বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সভাপতি ও আজাদুল ইসলাম আজাদকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) ত্রিবার্ষিক সম্মেলন শেষে বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।
সকাল ১০টায় টাউন ফুটবল মাঠে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।
এরআগে সম্মেলন শুরুর আগে দুপক্ষের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ছয়জন আহত হন।
সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সম্মেলনের মঞ্চের পাশে এ ঘটনা ঘটে।
এসআর/এএসএম