দেশজুড়ে

ঈশ্বরদীতে দুই সাংবাদিককে মারধরের অভিযোগ

পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। হামলাকারীদের লাঠির আঘাতে একজনের মাথা ফেটে যায়, অপরজনের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এসএমই ল্যাবরেটরি ইউনানি নামক একটি ওষুধ কোম্পানিতে সংবাদ সংগ্রহে গেলে এ হামলার ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিক হলেন- এশিয়ান টিভির ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী (২৬), দৈনিক মুক্তখবরের ঈশ্বরদী প্রতিনিধি শিশির মাহমুদ। তাদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

হামলার শিকার শিশির মাহমুদ ও রাসেল আলী জানান, বক্তারপুর গ্রামে এসএমই ল্যবরেটরি ইউনানি নামক একটি কারখানায় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ তৈরির বিষয় জানতে পারেন তারা। মঙ্গলবার বিকেলে সেখানে গেলে কারখানার হিসাবরক্ষক শিমুল হোসেন কৌশলে তাদের বসিয়ে রাখেন। এ সময় কারখানার মূল ফটক এবং বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেওয়া হয়। তাদের বেদম মারধর করা হয়। ক্যামেরাও ভাঙচুর করা হয়। লাঠির আঘাতে শিশিরের মাথা ফেটে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ কিংবা সংবাদ প্রকাশ হলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম জাগো নিউজকে বলেন, আহত শিশিরের মাথা ফেটে গেছে ও শরীরে আঘাতের চিহ্ন আছে। রাসেলের শরীরের লাঠি ও কিলঘুষির চিহ্ন দেখা গেছে। তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এসএমই ল্যবরেটরি ইউনানির স্বত্বাধিকারী মাহাবুব আলম জাগো নিউজকে বলেন, দুজন সাংবাদিক আমার প্রতিষ্ঠানে এসেছিল বলে শুনেছি। সে সময় আমি ছিলাম না। দুই সাংবাদিক প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের মারধর করেছে। আমাদের কোনো কর্মচারী তাদের মারধর করেনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ মহসীন/এসজে/এমএস