আন্তর্জাতিক

বন্যা ‘প্রকৃতির উপহার’

সচরাচর দেখা যায় বন্যা মানুষের জন্য অশেষ দুর্ভোগ নিয়ে আসে। তবে ভিন্ন পরিস্থিতি দেখা গেছে পাকিস্তানের আপার দিড়ের পাঁচকোরা নদীর তীরের গোঘাবঞ্জে। সেখানে বসবাসকারীরা বন্যাকে প্রকৃতির উপহার হিসেবে দেখতেই পছন্দ করেন। কারণ, বন্যার কারণে প্রতিবছর জমা হওয়া বালি বিক্রি করে তারা লাখো রুপি আয় করেন।    ইজাজুল্লাহ নামে স্থানীয় এক বাসিন্দা ডন পত্রিকাকে জানিয়েছেন, প্রতিবছর গ্রীষ্মে বন্যার সময় যে বালি জমা হয় সেখান থেকে তিনি বালি সংগ্রহ করে এক জায়গায় রেখে দেন। পরে শীতের সময় পানি নেমে গেলে সেই বালি বিক্রি করা হয়। আজিজুল্লাহ ভাষ্য অনুযায়ী, বালি বিক্রি করে তারা প্রতিদিন ৪০ হাজার রুপি আয় করেন। প্রতিবছর গ্রীষ্মে তারা বন্যার জন্য প্রার্থনা করেন বলেও জানিয়েছেন ইজাজুল। তবে বালি সংগ্রহের কাজটা মোটেও সহজ নয় বলে জানিয়েছেন তিনি। এনএফ/এমএস