দেশজুড়ে

যুবলীগ নেতার চোখ তুলে নেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

 

মাদারীপুরের কালকিনিতে যুবলীগ নেতার চোখ তুলে নেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. শাহাদাত ফকিরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার কয়ারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার শাহাদাত ফকির কালকিনির রমজানপুর ইউনিয়নের দক্ষিণ রমজানপুর গ্রামের শাজাহান ফকিরের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সঙ্গে প্রায় আড়াই বছর আগে একই উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জেরে খেলা চলাকালে সাহাবদ্দিন আকনের নেতৃত্বে শাহাদাত ফকির বেশ কয়েকজন লোক নিয়ে সাহেবরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফেরদৌস আলম সরদারের ডান চোখ উপড়ে ফেলেন।

এ ঘটনায় যুবলীগ নেতা ফেরদৌস আলম সরদারের বাবা মোহাম্মদ সরদার বাদী হয়ে ২০২০ সালের ৪ নভেম্বর সাহাবদ্দিন আকন ও শাহাদাত ফকিরসহ ১৩ জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়।

মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে পিবিআই গোপালগঞ্জের উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদার অভিযান চালিয়ে কালকিনির কয়ারিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে শাহাদাতকে গ্রেফতার করেন।

সাহেবরামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফেরদৌস আলম সরদার বলেন, সাহাবদ্দিন আকনের নেতৃত্বে শাহাদাত ফকির ও তার লোকজন আমার ডান চোখ তুলে ফেলে। এ ঘটনায় আমার বাবা তাদের নামে মামলা করেছেন। আমি তাদের ফাঁসি চাই।

বিষয়টি নিশ্চিত করে এসআই হাসান শিকদার বলেন, মামলার এজাহারভুক্ত আসামি শাহাদাত ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

এমআরআর/এমএস