তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দেড়টা থেকে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রাসেল আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিং থেকে প্রতিনিয়ত ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী রাজের কক্ষে খাবার দিয়ে আসা হতো। আর এ নিয়ে সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের অনুসারী আরিফ মোরশেদের সঙ্গে সভাপতি গ্রুপের রাসেলের মধ্যে শুক্রবার রাতে কথা কাটাকাটি হয়।আর এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে ছাত্রলীগ নেতা আরিফ মোরশেদ ও হাকিমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে বেরোবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতির অনুসারী আজিজুল হাকিম রাসেলের উপর হামলা করে সাধারণ সম্পাদক গ্রুপের ১২/১৫ জন কর্মী। এতে আহত হন রাসেল। এ ঘটনার কিছুক্ষণ পর শিশিরের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ বঙ্গবন্ধু হলের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে। এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর সাধারণ সম্পাদক মাহমুদের নেতৃত্বে অস্ত্রসহ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগ কর্মীরা। তারা মুখোমুখি অবস্থান নিলে পুলিশ সেখানে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ করে দেয়। এসময় বেশ কিছু অস্ত্রধারী হলের ভিতরে প্রবেশ করে ৪০/৫০টি কক্ষে ভাঙচুর চালায়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান বলেন, হল চালুর পর থেকে ডাইনিংয়ে ফ্রি খাচ্ছে ছাত্রলীগের কয়েকজন নেতা। আমরা এর প্রতিবাদ করলে তারা এ সংঘর্ষের ঘটনা ঘটায়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান জানান, কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিক জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জিতু কবীর/এআরএ/আরআইপি