মাদারীপুরের পুরানবাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৭টার আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।
স্থানীয়, ক্ষতিগ্রস্ত, ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার রাতে একটি কাঁচামালের দোকানে আগুনের ঘটনা হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। সট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আগুন নিয়ন্ত্রণ হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরএইচ/এএসএম