ক্যাম্পাস

কৃষি উদ্যোক্তার খোঁজে ‘এগ্রিবিজ’ প্রতিযোগিতা

‘তারুণ্যের উদ্ভাবন, কৃষি ও কৃষকের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষি ভিত্তিক ব্লেন্ডেড বিজনেস কেইস ও আইডিয়া কম্পিটিশনের আয়োজন করা হচ্ছে।

শেকৃবি অন্ট্রাপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা চলতি বছরের শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে আগামী ১৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। প্রাথমিক, সেমিফাইনাল ও ফাইনাল এ তিন রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক ও সেমিফাইনাল রাউন্ড ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

ফাইনাল রাউন্ড ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের এএসভিএম সেমিনার রুমে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় বিজয়ী দল পাবে ৫০ হাজার, প্রথম রানার্সআপ ৩০ হাজার ও দ্বিতীয় রানার্সআপ ২০ হাজার টাকা।

ক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম প্লাবন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ ভিশন, করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী কৃষিক্ষেত্রে যে বিরূপ প্রভাব পড়েছে, সেই বিষয়গুলোকে সামনে রেখে কৃষিক্ষেত্রে এ দেশের তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে শেকৃবি অন্ট্রাপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রোগ্রাম ‘এগ্রিবিজ’। আমাদের লক্ষ্য এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের কৃষিক্ষেত্রের বিদ্যমান সমস্যা গুলো তুলে ধরা এবং সেগুলো উদ্ভাবনী সমাধান বের করা, যা আমাদের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

জেএস/এএসএম